Career at Zaitoon Academy

যাইতুন একাডেমিতে নিয়োগ চলছে


চট্টগ্রাম শহরের পশ্চিম খুলশীর জালালাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান যাইতুন একাডেমি। ২০২৬ সেশনের বর্ধিত সেকশনগুলোর জন্য যোগ্য দক্ষ ও পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে।
==============
সুযোগ সুবিধা: বাৎিসরিক ইনক্রিমেন্ট, মেডিকেল এলাউন্স, ইনক্রিমেন্ট, বোনাসসহ চাকুরি বিধি মোতাবেক বিভিন্ন সুবিধা।
===============
আগ্রহী প্রার্থীগণ নিচের সেকশনে উল্লেখকৃত পদের পাশের বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করুন।
এরপর একই স্থান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিন।
===============
প্রয়োজনীয় শর্ত ও নিয়মাবলী:
ক. আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
খ. সকল পদের লিখিত পরীক্ষা হবে ১১ অক্টোবর, ২০২৫ রোজ শনিবার সকাল ০৯ ঘটিকায়।
গ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর, ২০২৫ রোজ শুক্রবার সকাল ০৩ টা থেকে।
ঘ. সাপ্তাহিক কর্ম দিবস ৫ দিন (রবি থেকে বৃহস্পতিবার)।
ঙ. আবেদন ফি ৩৫০ টাকা (অফেরতযোগ্য)।
চ. পরীক্ষায় অংশগ্রহণকারীদের আপ্যায়ন করা হবে তবে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
ছ. চূড়ান্তভাবে নির্বাচিতদের আগামী ১লা জানুয়ারি, ২০২৬ চাকুরিতে যোগদান করতে হবে।


SL Position Department Opening Date Deadline Action