যাইতুন একাডেমিতে মিনি বইমেলা

✨📚 যাইতুন একাডেমিতে মিনি বইমেলা 📚✨ আজ থেকে যাইতুন একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মিনি বইমেলা। রঙিন বই আর নতুন নতুন জ্ঞানময় জগতের সাথে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল ভীষণ আনন্দিত ও উৎসাহী। 🌸 এই সুন্দর আয়োজন করেছে শিশু কিশোর শব্দসিঁড়ি সাহিত্য একাডেমি। সকালবেলায় এক প্রাণবন্ত পরিবেশে একাডেমির ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট রাবেয়া সুলতানা শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এমন উদ্যোগ শিশুদের পাঠাভ্যাস গড়ে তুলতে ও বইপ্রেম জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। 🌿📖 #ZaitoonAcademy #MiniBookFair #শব্দসিঁড়ি_সাহিত্য_একাডেমি #BookLovers #ReadingCulture