যাইতুনে ইন্টার্নশিপ ২য় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ১ লা সেপ্টেম্বর, ২৪
যাইতুনে ইন্টার্নশিপ:
আলহামদুলিল্লাহ
সফলভাবে ১ম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। প্রথম ব্যাচ থেকে ইতিমধ্যে ১জন শিক্ষক যাইতুনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আরো ৩ জন নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।
প্রথম ব্যাচের সার্টিফিকেট বিতরণ: ১লা সেপ্টেম্বর বেলা: ১১ টায়।
২য় ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী ১লা সেপ্টেম্বর ইনশাআল্লাহ। আগ্রহীদেরকে আগামী ৩০ আগস্টের মধ্যে নিম্নের লিংকের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য যে যারা যাইতুনে শিক্ষকতা করতে চান তাদেরকেও ইন্টার্নশিপ করার জন্য বলা হচ্ছে।
https://www.zaitoonacademy.com/home/drop-internship