কুরবান ডিশ পার্টি ও ঈদ রিউনিয়ন সম্পন্ন

কুরবান ডিশ পার্টি ও ঈদ রিউনিয়ন সম্পন্ন

কুরবানীর দীর্ঘ ছুটি শেষে আজকে ১৪ জুন ছিল যাইতুনের খোলার দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী অভিভাবকবৃন্দ কুরবানীর গোশত ও ছেলে-মেয়েদের নিয়ে যথাসময়ে হাজির। ঈদ পুনর্মিলনী ও কুরবান ডিশ পার্টি ছিল আজ। ছাত্র ছাত্রীরা সবাই ঈদের পোশাক পড়ে এসেছেন। সাথে তাদের মা-বাবারাও। আজকে ওরা একসাথে খাবে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে। এ এক অন্যরকম অনুভূতি। প্রথমেই ঈদ নিয়ে বিভিন্ন গ্রুপে খুব প্রোজেক্ট তৈরি করা হলো। কেউ কেউ ঈদ কার্ড করেছেন। কেউবা একেছেন মনের মতন কিছু আর্ট। এরপর একে অপরের সাথে ঈদের অনুভূতি বিনিময় চলে। দুপুর একটা বাজে সবাইকে খাবার দেয়া হয়। মজার ব্যাপার হলো, কুরবানীর গোশত সবাই বাসা থেকে নিয়ে এসেছে। সকলের রান্না করা গোশত আজকে একই ডিশে রাখা হয়েছে। সব মায়েদের রান্নার স্বাদ আজ একাকার হয়ে অন্যরকম স্বাদ নিয়ে হাজির। বাচ্চাদের দিকে খেয়াল রেখে মুরগি ফ্রাইও নিয়ে এসেছেন অনেকেই। কেউ কেউ দেশি মুরগির রোস্ট নিয়ে এসেছে। কোপ্তা এনেছেন কেউ কেউ। যাইতুন একাডেমী থেকে রেডি করা হয়েছিল সাদা ভাত, ডাল আর সালাদ। আজকে শিক্ষকরাও কুরবানী গোশত রান্না করে নিয়ে এসেছেন তাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য। সবাই মিলে অন্যরকম ঈদ উদযাপন করলেন কুরবান ডিশের মাধ্যমে।

Recent News