টাইফয়েড (TCV) টিকাদান সংক্রান্ত নোটিশ
প্রিয় অভিভাবকগণ, বাংলাদেশ সরকারের উদ্যোগে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য একটি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন পরিচালিত হতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে যাইতুন একাডেমি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। অনুগ্রহ করে নিচের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ভালোভাবে পড়ে দেখুন: ক্যাম্পেইনের সময়সূচী: • যাইতুন একাডেমিতে টিকাদানের তারিখ: ২রা অক্টোবর ২০২৫ • স্কুল পর্যায়ের ক্যাম্পেইন: ১লা অক্টোবর – ১০ই অক্টোবর ২০২৫ • এরিয়া পর্যায়ের ক্যাম্পেইন: ১১ই অক্টোবর – ১২ই অক্টোবর ২০২৫ রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা: • অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই লিংকে: 🔗 https://vaxepi.gov.bd/registration/tcv • রেজিস্ট্রেশনের সময় “School” অপশনটি অবশ্যই নির্বাচন করতে হবে। • রেজিস্ট্রেশন করতে পারবেন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য। • রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩০শে সেপ্টেম্বর ২০২৫ • অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধার জন্য প্রতিদিন অফিস আওয়ার শেষ হওয়ার পর রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন ওয়েবসাইট সবচেয়ে সচল পাওয়া যাবে। টিকাদান কর্মসূচীর দিনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা: • টিকাদান কর্মসূচীর দিন সকালে টিকা নেওয়ার আগে শিক্ষার্থীকে অবশ্যই ভালোভাবে নাস্তা খাইয়ে পাঠাতে হবে। • স্কুল ড্রেস বাধ্যতামূলক নয়, শিক্ষার্থীদের সিভিল ড্রেস পরিধান করতে হবে। • ছাত্রীদের ক্ষেত্রে ঢিলা ও আরামদায়ক পোশাক পরিধান করানোর অনুরোধ করা যাচ্ছে। • টিকা নেওয়ার পর অল্প সময়ের জন্য হালকা মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকতে পারে — তাই সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে। আমাদের এই স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ সফল করতে সকল অভিভাবকের সহযোগিতা একান্তভাবে কাম্য। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেকোনো প্রয়োজনে একাডেমি অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদান্তে, ভাইস প্রিন্সিপাল যাইতুন একাডেমি
