২০২৬ সেশনে প্রমোশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশনা
সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের যে সমস্ত সন্তান যাইতুন একাডেমিতে বর্তমানে লেখাপড়া করছে ২০২৬ সেশনে তাদের প্রমোশন সম্পন্ন করতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন: ১. ২০২৬ সেশনের মাইগ্রেশনের সময়কাল: ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৫। ২. স্প্রিং সেমিস্টারে যাদের রেজাল্ট নূন্যতম গ্রেড-বি ( ৩.০০ পয়েন্ট) তাদের প্রমোশন এখন করা যাবে। ৩. যাদের রেজাল্ট গ্রেড-বি এর নিচে তাদের প্রমোশন ১৫ ডিসেম্বর থেকে ২০ শে ডিসেম্বর, ২০২৫ অটাম ফাইনাল পরীক্ষায় সন্তোষজনক রেজাল্ট সাপেক্ষে করা যাবে। ৪. ২০২৬ সেশন থেকে Sibling (সহোদর ভাই-বোন) ডিসকাউন্ট শুধুমাত্র একজন পাবে। ৫. Sibling (সহোদর ভাই-বোন) ডিসকাউন্ট শুধুমাত্র মাসিক টিউশন ফিতে প্রযোজ্য। ৬. আপনার সন্তানকে ২০২৬ সেশনে অন্য স্কুল/মাদরাসায় ট্রান্সফার/ভর্তি করার নিয়ত থাকলে ১৫ নভেম্বর, ২০২৫ এর মধ্যেই যাইতুন অফিসকে অবহিত করুন। ৭. নতুন পুরাতন সকল ছাত্র ছাত্রীদের ০১লা জানুয়ারি, ২০২৬ ইং তারিখে বই-স্টেশনারি, ব্যাগ, ইউনিফরম, আইডি ইত্যাদি প্রদান করে ক্লাস শুরু করতে সকলের ভর্তি/মাইগ্রেশন ২০ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে সম্পন্ন করতে হবে। ৮. সেশন ফি, বুক-স্টেশনারি এবং বাৎসরিক অন্যান্য ফি বকেয়া রেখে কারো মাইগ্রেশন সম্পন্ন করা যাবে না। ৯. ২৫ নভেম্বর ২০২৫ ইং থেকে অটাম ফাইনাল পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। সকল অভিভাবককে ফাইনাল পরীক্ষার আগে নভেম্বর-ডিসেম্বর মাসের টিউশন ফিসহ সকল বকেয়া পরিশোধ করতে হবে। ১০. প্রতি শ্রেণিতে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আগামী সেশনে সকল শ্রেণিতে হয়ত নতুন ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া যাবে না। আপনাদের অথবা নিকটজনের নতুন কেউ ভর্তি করার ইচ্ছা থাকলে ২১ নভেম্বর, ২০২৫ ইং তারিখের এডমিশন টেস্টে অংশগ্রহণ করাতে হবে; এজন্য অতি দ্রুত অনলাইনে আবেদন করতে হবে।
